লাখাইয়ে পাঁচ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:০৯,অপরাহ্ন ২০ মার্চ ২০২২
লাখাইয়ে পাঁচ কেজি গাঁজা মহিলা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার (২০ মার্চ) ১ নং লাখাই ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্ত্তী স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন নৌকাঘাট থেকে পাঁচ কেজি গাঁজাসহ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শহিদ কলিফা( ৫৩) ও তার স্ত্রী চম্পা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা ও এস,আই মোঃ শাহাজান মিয়ার নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স আলমগীর হোসেনপুলিশ টিম।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোঃ শাহাজান মিয়া জানান গোপন সংবাদ এর ভিত্তিতে নৌকা ঘাট থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান আসামীরা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে গাড়ী যোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার উদ্যোশে লাখাই স্বজনগ্রাম নৌকা ঘাট এলাকা থেকে গাঁজা সহ তাদের কে গ্রেপ্তার করি। তিনি আরো জানান গাঁজার মূল্য ১লক্ষ টাকা। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।