লাখাইয়ে মাদক আইনে দুজনের এক বছর কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২২, ৯:১৯ অপরাহ্ণ
লাখাই প্রতিনিধি:
লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম গ্রামের আয়নারটোক নৌকাঘাটে মোবাইল কোর্ট চলাকালে মাদকদ্রব্য (গাঁজা) পরিবহনের সময় দুইজনকে আটক করা হয়। এসময় আসামী মোঃ জজ মিয়া (৭৭), পিতা মৃত হাছান আলী চৌধুরী, স্বজনগ্রাম এর নিকট ৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মোবাইল কোর্টের নিকট গাঁজা পরিবহনের দোষ প্রমাণিত হওয়ায় এবং আসামী দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন আসামী মোঃ জজ মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯, উপধারা (১) এর দফা (ক) লংঘনের দায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
একইসময়ে স্বজনগ্রাম নিবাসী মোঃ নবী হোসেন (২১), পিতা মোঃ খেলু মিয়াকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে মোবাইল কোর্ট। তাকেও মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন গাঁজা পরিবহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯, উপধারা (১) এর দফা (ক) লংঘনের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জনাব মোঃ গোলাম মোস্তফা ও সঙ্গীয় মোঃ আলমগীর পুলিশ ফোর্স। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।