শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকা মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি ভাড়া বাসা থেকে স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মির অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার কাকা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর ওই স্কুল শিক্ষিকার স্বামী সঞ্জয় কুর্মিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলের সুরভিপাড়ার ভাড়া বাসা থেকে মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মীর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যুর পর থেকেই ঝর্ণা কুর্মির পরিবার এটিকে হত্যা বলে দাবী করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক মৃত ঝরণা কুর্মীর স্বামী সঞ্জয় কুর্মী, শ্বশুর সিউধনী কুর্মীসহ এক মহিলাকে পুলিশ থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, মৃত ঝর্ণার কাকা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে স্বামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু অন্যদের এখনও গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, ছেলের পরিবারের সাথে আলাপ করে পারিবারিক কলহের আলামত পাওয়া যায়নি, তবে মেয়ের পরিবার বলছে পারিবারিক কলহ ছিল। তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে।