বড়লেখায় প্রত্যন্ত সীমান্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে এ খবরে গ্রাহকদের মধ্যে আনন্দ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২২, ৭:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বড়লেখার বোবারতলের এলাকার পল্লী বিদ্যুতের লাইন চালু ও বিদ্যুৎ সংযোগ করার খবর জানতে পেরে সেখানকার গ্রাহকদের মধ্যে ঈদের মতো আনন্দ উৎসব শুরু হয়েছে। পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসে ডি, জি,এম এমাজুদ্দীন সরদার দ্রæত লাইন চালুর জন্য লোকজন পাঠিয়েছেন। কাজের অগ্রগতি তদারকি করতে বোবারতল পরিদর্শন ও করেন ডি জি এম।
বৃহস্পতিবার বোবারতল এলাকায় গিয়ে কাজে অগ্রগতি দেখতে যান,এবং গ্রহকদের দ্রæত ঘরের ওয়ারিং করে মিটারের জামানত জমা দেওয়ার তাগিদ দেন। এলাকায় গিয়ে দেখা যায় পল্লী বিদ্যুতের লাইনম্যানরা গাছপালা পরিস্কার করে বৈদ্যৃতিক খুটিতে ট্যান্সফর্মার লাগানোর কাজ সম্পন্ন করছেন। আবার যেসব সদস্য ওয়ারিং করে নাই তারা ব্যাপক উৎসাহ নিয়ে তাহা সম্পন্ন করতে দেখা যায়।
সেখানকার অনেক সদস্য জানান, তারা ভাবতেও পারেনাই এতো দূর্গম এলাকাতে পল্লি বিদুৎ সমিতি বিদ্যুতের ব্যবস্থা করবে। তারা পল্লি বিদুৎ সমিতি ও এলাকার সাংসদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের প্রতি কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।
জানা যায় গত বছরের ১৪ ফেব্রæয়ারি বোবারতল এলাকার ২১৬ পরিবারে বিদ্যুতের আলো জ্বালিয়ে তার উদ্বোধন করা হয়। এক সাথে ৩৫ কিলোমিটার লাইন নির্মান করা হয় এতে সরকারের ব্যয় হয় ১১ কোটি টাকা ১হাজার ৬ শত ৭ পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয় বিভিন্ন জটিলতার কারনে লাইন চালু করতে বিলম্বিত হয়।
আগামী ২০ মার্চ এর মধ্যে এসব পরিবারের মধ্যে বাতি জ্বালিয়ে লাইন চালু করার কথা জানিয়েছেন পল্লি বিদুৎ জোনাল অফিসের ডি জি এম এমাজুদ্দিন সরদার। এই লক্ষে তারা কাজ করছেন বলে তিনি জানান।
এ খবরে এখানকার গ্রাহকের মধ্যে আনন্দ উৎসাহ লক্ষ করা যায় তারা পল্লি বিদুৎ সমিতির অবদানের কথা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন এবং দু একটি বাদ পড়া পরিবারকে দ্রæত বিদ্যুতের আওতায় আনার জোর দাবী জানান এলাকাবাসী।