মৌলভীবাজারে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।
জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ।
এ সময় জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।