মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করতে নগদ অর্থ প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ান পরিষদ ভিক্ষুক মুক্তকরণ কল্পে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ ) দুপুরে ১৫ জন ভিক্ষুককে ০৩ লক্ষ টাকা দিয়ে সহায়তা করা হয়। এর মধ্যে চাঁদনীঘাট ইউনিয়নের মুক্তারচেক গ্রামের একজন ভিক্ষুককে উপজেলা সমাজসেবার পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নিবাহী অফিসার সাবরিনা রহমান বলেন, ভবিষ্যতে ভিক্ষা না করে যাতে অল্প পূজিতে কোনো কাজ করতে পারে সে জন্য এই অর্থ প্রধান করা হয়।
চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন,ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ইউনিয়ন হিসেবে সকলের সহযোগিতা কামনা করব।এবং ভিক্ষুকের মাঝে বিভিন্ন পূনর্বাসন সামগ্রী দেয়ার চেষ্টা করব।