কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিদ আলী ও সদস্য-সদস্যাবৃন্দের দায়িত্বভার গ্রহণ পরবর্তী ইউনিয়ন পরিষদ কর্তৃক সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা গত রোববার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত মাধবপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ পরবর্তী ইউনিয়নবাসীর সাথে এ বিরাট মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আসিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামছুল ইসলাম। শিক্ষক আব্দুল মুমিন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী, রামকৃষ্ণ চাটার্জী, শিবনারায়ণ শীল, সংরক্ষিত মহিলা সদস্য মালতি বুনার্জী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সালমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন ও শ্রমিক নেতা রামসুন্দর দাস প্রমুখ।