মৌলভীবাজারে আওয়ামী লীগের ঘাড়ে জামাত-শিবির!
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
আজকে বঙ্গবন্ধুর কর্মীরা হতাশায় জর্জরিত, তার কারণ দলে নব্য আওয়ামী লীগাররা বিভিন্ন পদ নিয়ে বসে আছে। অনেকে বলেন, হাইব্রিড ও বিএনপি থেকে দলে এসে পদ নিয়ে বসে আছেন। কিন্তু সত্যিটা হলো আওয়ামী লীগের ঘাড়ের উপর জামাত-শিবির বসে আছে। এরাই দলে পদ নিয়ে বসে আছে। সোমবার মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তৃনমুল নেতৃবৃন্দ একথা বলেন।
তৃণমূল নেতারা বলেন, নির্বাচনে বিদ্রোহীরা কেন দলীয় মনোনয়ন পায়না সেটা মূল্যায়ন করতে হবে। দলের বিপক্ষে নির্বাচনে দাঁড়ালে তাঁকে বহিষ্কার করা হয়। আবার সে বিজয়ী হলে তাঁকে ফুলের মালা দিয়ে দলে ফিরিয়ে নেয়া হয়। মাত্র ৩ মাস আগে যাকে দল থেকে বহিষ্কার করা হয়। সে বিজয়ী হলে তাঁকে পুনরায় কেন ফিরিয়ে আনা হয়? এ ধারা পরিবর্তন করতে হবে। তৃণমূল নেতারা বলেন, যারা বিদ্রোহী হয় তাদের কোন দোষ নেই। তাঁরা মূল্যায়ন না পেয়ে বঞ্চিত হয়ে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হতে বাধ্য হন।
তৃণমূলের পক্ষে বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার সদর আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেনসহ বিভিন্ন উপজেলা আ- লীগের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,এমপি,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি,উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি প্রমুখ।