ফাহিমার ৭ বলের জাদুতে টাইগ্রেসদের ঐতিহাসিক জয়
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ২:৩৩ অপরাহ্ণ
প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয়টিতে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করবেন প্রত্যয়ে মাঠে নামে বাংলাদেশ দল।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সরাসরিই বলেছিলেন, পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে চাই।
কথাকে কাজেও পরিণত করে দেখালেন তিনি ও তার দল। পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।
যদিও বাংলাদেশের ছোড়া ২৩৫ রানের বড় লক্ষ্য অনায়াসেই পার করে দিচ্ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। ২ উইকেটেই ১৮৩ রান তুলে ফেলে পাকিস্তানের টপঅর্ডার ব্যাটাররা। সেঞ্চুরি হাঁকান পাক ওপেনার সিদ্রা আমিন। শেষ ৫০ বলে বাকি আর ৫২ রান।
আজ ঠিক ওই সময়ই দলের ত্রাতা হয়ে হাজির হন স্পিনার ফাহিমা খাতুন। গুড়িয়ে দেন পাকিস্তানের মিডলঅর্ডার। মূলত তার ৩৮ রানে ৩ উইকেটের সুবাদেই ম্যাচের নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ।
এক কথায় এ লেগস্পিনারের সাত বলের জাদুতেই জিতেছে টাইগ্রেসরা। এই সাত বলের মধ্যে ৪টি উইকেট হারায় পাকিস্তান। এর মধ্যে একটি ছিল রানআউট, বাকি তিনটি নিয়েছেন ফাহিমা নিজেই।
৪২তম ওভারে উমাইমা সুহাইলকে ১০ রানে ফেরানোর পর আলিয়া রিয়াজ ও ফাতিমা সানাকে রানের খাতা খুলতেই দেননি তিনি। দুজনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শূন্যরানে সাজঘরে ফেরালে ম্যাচভাগ্য ঘুরে বাংলাদেশের পক্ষে চলে আসে।
২ উইকেটে ১৮৩’র সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করতে ৫ উইকেট হারায় পাকিস্তান। ফাহিমার ঘূর্ণিতে কুপোকাত হয়ে তখন পাকিস্তানের স্কোর ১৮৭/৭।
শেষ দিকে টেলএন্ডাররা চেষ্টা করলেও জয়ের বন্দরে পৌঁছতে পারেননি। সালমা খাতুনের বলে ১২ রানে দিয়ানা বেগ এলবিডব্লিউ হলে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফাহিমাই। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস।
অথচ প্রথম দুই ম্যাচে একাদশেই ছিলেন না তিনি। দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে একাদশে ছিলেন না তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমি এই মাঠে আগের দুই ম্যাচ দেখেছি। সেখানে স্পিনাররাই আধিপত্য বিস্তার করেছে। তাই আমরা ভেবেছি, সে (ফাহিমা খাতুন) যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে আমরা তাকে ভালোভাবে ব্যবহার করতে পারব। সেটাই করে দেখিয়েছে সে।’
হ্যামিল্টনে আজ ভোর ৪টায় ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। ২৩৫ রানের তাড়ায় সালমা-রোমানাদের তোপে ৯ উইকেটে ২২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস।