মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সাতগাঁও হাইওয়ে পুলিশের প্রচারণা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২২, ১১:৫১ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধক বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। হেমলেট ছাড়া মোটর সাইকেল ও সিট ব্যাল্ট ছাড়া গাড়ি না চালাতে বিভিন্ন জায়গায় লিফলেট ও ফেস্টুন বিতরণ করা হচ্ছে।
রোববার (১৩ মার্চ) বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন পেট্টোল পাম্পের মালিক ও কর্মীদের সাথে এ বিষয়ে বৈঠক করেন হাইওয়ে পুলিশ।
এ সময় তারা পেট্টোলপাম্প মালিকদের অনুরোধ করেন যারা হেমলেট ছাড়া তেল নিতে আসবে তাদের তেল না দিতে। পরে তারা সকল পেট্টোলপাম্পে “ হেমলেট ছাড়া মটরসাইকেলে তেল দেয়া হবে না ” শ্লোগানে একাধিক ফেষ্টুন লাগিয়ে দেন।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। সামান্য বে-খেয়ালে এবং অলসতায় চলে যায় আনেক প্রাণ। তাই তাঁরা দূর্ঘটনা প্রতিরোধে যানবাহন নিয়ন্ত্রনে সড়কের মোড় গুলোতে গতিকমিয়ে যাওয়া ও মোটরসাইকেল আরোহীদের শতভাগ হেমলেট ব্যবহারের আওতায় আনতে সাঁতগাও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, এস আই আফাজুল, নায়েক আহমদ আলী, কনস্টেবল রিফাত, মনির হোসেন, তারেক আহমেদ ও ওয়ায়েদুল হক।