ধর্মপাশায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২২, ১১:১০ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের রাস্তা সংলগ্ন মৃত রবিউর রহমানের বাড়ির পুকুরের পশ্চিম পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা আবদুল বারেক (৬৫) অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার রাত ৮টার দিকে নিজ বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হলে আর বাসায় ফেরেননি। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের রাস্তা সংলগ্ন মৃত রবিউর রহমানের বাড়ির পুকুরের পশ্চিম পাড়ে ওই বৃদ্ধকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
খবর পেয়ে পুলিশ ওইদিন সকাল পৌনে ৯টার দিকে ওই পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অটোরিকশা উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।