লাখাইয়ে প্রেমঘটিত বিষয়ের জেরে বাকবিতন্ডা, হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২২, ১১:৫১ অপরাহ্ণ
সূর্য্য রায়, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের বাকবিতন্ডায় ঘটনাস্থলে হার্ট অ্যাটাকে আমীর আলী ( ৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার ( ১২ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটায় উপজেলার ১ নং ইউনিয়নের স্বজনগ্রামের আয়নারটুক ও বাঙালপাড়াহাটির মধ্যবর্তী আলগাহাটিতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আমীর আলীর মেয়ের সাথে স্থানীয় এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে পার্শ্ববর্তী বাড়ির আরজু মিয়া ও সায়েরা বেগম মৃত আমীর আলী ও তার মেয়েকে অশালীন ভাষায় গালিগালাজ করে। এরই জেরে বাকবিতন্ডায় ও হাতাহাতির ঘটনা ঘটে। বাক বিতণ্ডার এক পর্যায়ে আমীর আলী হার্ট অ্যাটাক করেন এবং হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেন।
স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহজাহান মিয়া জানান, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃতের শরীরে কোনো আঘাত পাননি এবং প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন।
মৃত্যুর সঠিক কারন জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নি।