খেলাধুলা সামাজিক শান্তি প্রতিষ্ঠায় মূল্যবান অবদান রাখে : আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিশ্বনাথের মির্জাগাঁও ভাই ভাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ( দ্বিতীয় ) ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ১১ মার্চ ) বিকেলে লামাকাজি পয়েন্ট সংলগ্ন উত্তরের মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সমাজসেবক ও ক্রীড়ানুরাগী তছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সুস্থ থাকার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া সামাজিক শান্তি প্রতিষ্ঠায়ও খেলাধুলা মূল্যবান অবদান রাখে। তরুণ যুবকরা খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদকাসক্তি, চুরি ছিনতাই’র মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। তাছাড়া ছোট ছোট টুর্নামেন্টের মাধ্যমে যেমন মানুষ পায় তেমনি প্রতিভাবান খেলোয়াড়ও তৈরি হয়। মির্জাগাঁও ভাই ভাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ( দ্বিতীয় ) ফুটবল টুর্নামেন্টের আয়োজক ও পৃষ্ঠপোষকরা এ টুর্নামেন্টের মাধ্যমে এ দুটি ক্ষেত্রেই মূল্যবান অবদান রেখেছেন।
তিনি বলেন, আগামীতেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। তাদের সবাই সহযোগীতা করলে এই এলাকার প্রতিভাবান ফুটবলাররা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১নং লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, শিল্পপতি ছমির উদ্দিন, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার গোলাম আহমদ ও বিরাম উদ্দিন।
পরে বিজয়ী দলের হাতে ফ্রান্স প্রবাসী ইউসুফ আলী মির্জার সৌজন্যে একটি ১০০ সিসি ও রানার্সআপ দলের হাতে একটি ৮০ সিসি মোটরসাইকেল তুলে দেন অতিথিবৃন্দ।