মৌলভীবাজারে ‘কইন্যা-নারীদের হাট’ এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘কইন্যা-নারীদের হাট’এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসন এর সহযোগিতায়,লেডিস ক্লাব ও উপজেলা প্রশাসন সদর এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন। নারীরা উৎপাদিত বা তৈরি করা পণ্যের পসরা সাজিয়ে সপ্তাহে দুইদিন এখানে নিয়মিত বসতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমদসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান। সিলেট বিভাগের প্রথম ‘কইন্যা-নারীদের হাট’ এর উদ্বোধন করা হয়েছে।