লাখাইয়ে ৮শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২২, ১২:০৯ অপরাহ্ণ
লাখাই প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাইয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী বিল্লাল মিয়া( ৩৮) উপজেলার মহরমপুর গ্রামের রাজু মিয়ার ছেলে।
রোববার (৬ মার্চ) রাত আনুমানিক ১০টায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই শাহজাহান মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ১নং লাখাই ইউনিয়নের মহরমপুর নামক স্থান থেকে আটক করা হয়।
স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বসতঘর থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৬ মাস যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ইব্রাহিম মিয়ার কাছ থেকে ইয়াবা নিয়ে এই মাদক ব্যবসা পরিচালনা করছিল সে।