মৌলভীবাজারে সিজদারত অবস্থায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় জুমার নামাজে সিজদারত অবস্থায় হারুন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার রবিরবাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
হারুন মিয়ার বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামে।
মসজিদের মুসল্লিরা জানান, জুমার নামাজে সিজদারত অবস্থায় হারুন মিয়া হঠাৎ করে ঢলে পড়েন। নামাজ শেষে তাকে স্থানীয় চিকিৎসক মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নামাজরত অবস্থায় হার্টঅ্যাটাকে বৃদ্ধের মৃত্যু হয়েছে।