মৌলভীবাজারে পূর্ব শক্রতার জেরে হামলায় আহত-১০
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২২, ৯:০৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে পূর্ব শক্রতার জের ধরে শুক্রবার ৪ মার্চ দুপুরে দফায় দফায় হামলায় ২নং মনুমুখ ইউনিয়নের সুমারাই (পূর্ব সেওয়াইজুড়ী, আড়াইহাল) গ্রামের (সাবেক মেম্বার সাহেদ সমর্থিত) ইসমাইল মিয়া (৪৫), জলু মিয়া (৩৫), লিলু মিয়া (৩৮), রাজু মিয়া (৪০), হেলাল মিয়া (২৮), রাফি মিয়া (২৫), রায়হান মিয়া (৩০) আহত হয়েছেন। জায়েদা বেগম (৬০), সাজনা বেগম (৩৫) ও প্রতিবন্ধি শিশু সাবিয়া (৫) আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে জায়েদা বেগম মৌলভীবাজার সদর হাসপাতালে ও ইসমাইল মিয়া সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, ৭নং ওয়ার্ডের মহসিন আলী মনসুর সমর্থিত মেম্বারসহ তার লোকজনও আহত হয়েছেন। তবে তাৎক্ষনিক তাদের নাম জানা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
জানা গেছে- প‚র্ব শক্রতার জের ধরে ইউপি মেম্বার মহসিন আলী মনসুর এর নেতৃত্বে গত ২ মার্চ বাদ জোহর খালেদ এর বাড়ীতে হামলা-ভাংচুর, ৩ মার্চ বিকালে সাহেদ এর বাড়ীতে হামলা, একই তারিখে রাতে খালেদের বাড়ীতে পুনরায় হামলা ভাংচুর করা হয়। পৃথক পৃথক হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। শুক্রবার ৪ মার্চ দুপুরে ইউপি মেম্বার মহসিন আলী মনসুর এর নেতৃত্বে প্রতিপক্ষ রাজু মিয়ার বাড়ীতে হামলা চালায়। প্রায় ২ঘন্টা ব্যাপি চলে এ সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ছবি সংযুক্ত।