সিলেটের সেই পপি দুই দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২২, ১১:২৭ অপরাহ্ণ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চুরির ঘটনায় গ্রেফতার হওয়া আলোচিত সীমা বেগম পপিকে (৩৫) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
পপির বাড়ি হবিগঞ্জের লাখাইয়ের বিরুন্ডা গ্রামে। তবে দীর্ঘদিন ধরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বাস করছেন তিনি। লোকজনের পকেট ও ভ্যানিটি ব্যাগ কাটা তার মূল পেশা বলে জানিয়েছে পুলিশ।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ জানান, পপির কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, মানুষের পকেট ছিনতাই ছাড়াও পপি মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, মারধরসহ নানা অনৈতিক কাজে সঙ্গে জড়িত। এসব কারণে কয়েক বার পুলিশ আটক করলেও রহস্যজনক কারণে দ্রুত ছাড়া পেয়ে যায়।
সর্বশেষ রোববার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন দিতে আসা লোকজনের ভিড়ে এক নারীর স্বর্ণের হার ও দুল চুরি করেন। পরে আরেক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের সময় উপস্থিত জনতা তাকে হাতে-নাতে আটক করে পুলিশের তুলে দেন।
এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ফাহমিদা নামের এক নারী মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন পপিকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন এক বৃদ্ধ মহিলা লিফটে করে ৫ তলায় ওঠার সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন পপি। এ সময় বৃদ্ধাকে ধরে রাখার ভান করে মুহূর্তে তার দুই ভরি ওজনের গলার হার ও কানের স্বর্ণের দুল চুরি করে নিয়ে পালায় পপি। লিফট থেকে বেরিয়েই ফাহমিদা নামের আরেক মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে।
অভিযোগ রয়েছে পপি জিনিসপত্র চুরি করে দ্রুত তার চক্রের সদস্যদের হাতে পাচার করে দেয়। ফলে পরবর্তীতে তল্লাশি চালালেও তার কাছ থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয় না।