দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নিতীর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার ( ২মার্চ ) দুপুর ১২ টায় প্রেসক্লাব সন্মুখে পথসভা করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও ফখরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি হেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান,সাংগঠনিক সম্পাদক মতিন বকস, পৌর বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ রশিদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ,যুবদল নেতা আমির আহমদ,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব সন্মুখ থেকে শুরু হয়ে বেরিরপাড় পয়েন্টে গিয়ে শেষ হয়। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্যে উচ্চ মধ্যবিত্তরাও মুখ লুকিয়ে লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য ক্রয় করতে বাধ্য হচ্ছেন। তাদের বুকের চাপা আর্তনাদ সরকারের কানে পৌঁছছে না। তারা বলেন এ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এ দুঃশাসনের অবসান ঘটাতে হবে।