শপথ নিলেন তাহিরপুর উপজেলার নবনির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবনির্বাচিত সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর জেলা প্রশাসক নতুন চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সাত চেয়ারম্যান হলেন- তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী, বাধাঘাট ইউনিয়ন পরিষদের নিজাম উদ্দিন ও বালিজুরির আজাদ হোসেন।