বালাগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও পরিবার সমাজচ্যুত
প্রকাশিত হয়েছে : ৭:৩১:১১,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২২
সুরমা নিউজ:
সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউপির মাকড়সী গ্রামে রোকেয়া বেগম ও তাঁর পরিবারের জমি জবর দখল করে, হুমকি হয়রানির অভিযোগে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। স্থানীয় চেয়ারম্যান সহ ছয় জনকে বিবাদী করে রোকেয়া বেগম এ মকদ্দমা দায়ের করেন।
বাদি রোকিয়া বেগম জানান, আমার মালিকানাধীন জমিকে সরকারি জমি বলে জোরপূর্বক মাটি ভরাটের পায়তারা করেন বিবাদীগণ। এবছরের গত ২৪ জানুয়ারি নিরুপায় হয়ে আদালতের আশ্রয় নেন তিনি। ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় বালাগঞ্জ বিবিধ ০২/২২ইং উপরোক্ত অভিযোগ এনে মামলা দায়ের করেন। আমার পরিবারকে সমাজচ্যুত করে আসামীরা ক্ষুব্ধ হয়ে গত ২৪ ফেব্রুয়ারি বাদিনী ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এতে বাদিনীসহ গুরুতর আহত হোন ৪জন। মামলার এজাহার থেকে জানা যায়, ওই জমি মৌরসি ও খরিদা সুত্রে মালিক তাঁরা। বিএস ৩১৭৪ ও ৩১৭৫ এদুই দাগে জমি ৩০শতাংশ।
এ হামলার পর গত ২৪ ফেব্রুয়ারি হাফিজ আব্দুল মুক্তিদির বাদি হয়ে বাহার মিয়া, আব্দুল মতিন, হারিছ মিয়া (৫০), তেজন মিয়া (৪৫) সহ ১৯ জনকে আসামী করে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ০৮নং আমলী আদালতে মামলা দায়ের করেন হাফিজ আব্দুল মুক্তাদির। বালাগঞ্জ সি.আর মামলা নং ২৩/২০২২ ধারা ৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮৬/৪২৭/৫০৬(||)/৩৪ দন্ডবিধি।
বালাগঞ্জ থানার এসআই নুরুজ্জামান তদন্ত করে জানান, হামলার ঘটনাটি সত্য। ঘটনাস্থল থেকে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম হামলার বিষয়টি সত্যতা স্বীকার জানান, আমাদের কাছে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।