মৌলভীবাজার জেলায় সফল হয়েছে গণটিকা কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ৭:১১ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলায় গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল শনিবার মৌলভীবাজার জেলায় ২শ ৫৪টি টিকাদান কেন্দ্রে ১ লক্ষ ৩৫ হাজার ৫শ ২৮ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। এসময় স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রগুলোতে ছিল টিকা গ্রহিতাদের উপচেপড়া ভিড়।
অন্যদিকে সারা দেশের মতো গণটিকা কার্যক্রমের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। আজ রোববার ও আগামীকাল সোমবার গণটিকা কার্যক্রম চলবে।
এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগ জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ,শিক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্কাউট-রোভার সদস্যগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।