সিলেটে জামায়াতের ৩ চেয়ারম্যান কারাগারে
প্রকাশিত হয়েছে : ১১:১৫:৪৫,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটে ছাত্রশিবিরের গোপন সম্মেলন আয়োজনের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন, জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জামায়াত নেতা মো. দেলওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলার জামায়াতের সেক্রেটারি মো. ফরিদ আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের জামায়াত নেতা জাহিদ হোসেন।
বুধবার মামলার হাজিরা দিয়ে জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম।
জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর সিলেট আলিয়া মাদরাসার পরিত্যক্ত পাঠাগারে গোপনে সম্মেলনের আয়োজন করে ছাত্রশিবির। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ শিবিরকর্মীকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলায় জামায়াতের তিন নেতা দেলওয়ার হোসেন, ফরিদ আহমদ ও জাহিদ হোসেনকে আসামি করা হয়।