সিলেটে মোকাব্বির-নুনু দ্বন্দ্ব: পুলিশ পাহারায় অভিযোগের তদন্ত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২২, ৯:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রীর কাছে এমপির দেয়া প্রকল্পের অনিয়মের অভিযোগের তদন্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশি পাহারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরেজমিন উপস্থিত হয়ে এই অভিযোগের তদন্ত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
তিনি তদন্তস্থলে এমপির অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য লিখিত ও মৌখিক স্বাক্ষী নেন। পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের পক্ষের লোকজনের কাছ থেকেও স্বাক্ষী নেয়া হয়। এসময় সকল প্রকার অপৃতীকর ঘটনা এড়াতে ইউএনও’র কার্যালয়ের দরজা ও উপজেলা পরিষদ মাঠে পুলিশ মোতায়েন ছিলো।
জানাযায়, সম্প্রতি উপজেলার ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’ নামের ৩৯ কোটি ৬লাখ ৫৮ টাকার একটি প্রকল্প বরাদ্দ পান উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। কিন্ত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ওই প্রকল্পে টাকা নেয়ার অভিযোগ এনে পরিকল্পনামন্ত্রীর কাছে এমপি মোকাব্বির খান লিখিত অভিযোগ দেন। গত ২১ সালের ২৩ ডিসেম্বর এমপি নিজে স্বাক্ষর করে ওই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগটি সরেজমিন তদন্ত করতে মঙ্গলবার বিকেলে বিশ্বনাথে যান সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। তবে তদন্তের এই গণবিজ্ঞপ্তি ইউএনও’র নোটিশ বোর্ডে টানানো হলেও তদন্তরুমে সাংবাদিক অথবা অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।
পরে বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খলা এড়াতে তদন্তরুমে অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এসময় অনেকের লিখিত ও মৌখিক স্বাক্ষী নেয়া হলেও নির্ধারিত প্রকল্পে মাত্র দু’জন স্বাক্ষী পাওয়া গেছে। আর এই তদন্ত প্রতিবেদন শিগগিরই মন্ত্রনালয়ে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
উপজেলা চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত ওই প্রকল্পের তালিকাও তৈরী করা হয়নি। কিন্তু এমপি তার বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ দিয়েছেন।
সিলেট প্রতিদিন