আনোয়ারুজ্জামানের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় সিলেটের ৪ ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:১৮,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২২
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের ৪ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তারা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেখানে কিছু সময় দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন ও বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে শহিদ তাঁর পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ(ভিপি মুছা), বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব ভুইয়া, রুহুল আহমদ শিপলু, যুবলীগ নেতা মো.আখদ্দুছ, জুবের আহমদ, আমিনুর রহমান চৌধুরী পাপলুসহ নেতৃৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সিলেটের ওসমানীনগরের চার ইউনিয়ন থেকে তারা চেয়ারম্যান নির্বাচিত হন।