‘মহান ভাষা আন্দোলনের ৭ দশক’ শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২২, ৫:২২ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে “মহান ভাষা আন্দোলনের ৭ দশক” শিরোনামে শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ ফেব্রæয়ারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩ টা বেজে ৩০ মিনিটে ২১ শে ফেব্রæয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে এ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এর পাশাপাশি চলে বিশিষ্টজনদের বক্তব্য।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কবিতা আবৃত্তি, একুশের গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের শিশুরা। অনুষ্ঠানের শুরুতেই কবিতা আবৃত্তি করে লুবাবা ফারিস্তা, তাওফিকা মুজাহিদ, তুলনা ধর তুষ্টি এছাড়াও একুশের গান এবং নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন।
বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, মৌলভীবাজার জেলা নাট্য পরিষদ এর সভাপতি আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু প্রমূখ।
পরবর্তীতে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিমউদ্দিন মাসুদ এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানিয়া সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভা মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমূখ।
এরপর শুরু হয় ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। ৪ জন ভাষা সৈনিকদের পক্ষে তাদের পরিবারের সদস্যদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা।