সিলেটে আবারও মুখোমুখি এমপি-উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬ অপরাহ্ণ
সিলেটের বিশ্বনাথে ফের মুখোমুখি হচ্ছেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। গত ২০২০ সালেও এদুই জনপ্রতিনিধির মধ্যে হামলার ঘটনা ঘঠেছে এবং তা গড়িয়েছে আদালত পর্যন্ত। মামলাটি এখনো চলছে।
মঙ্গলবারও (২২ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদের অনুসারিদের মধ্যে বড় ধরণের অঘটনের আশঙ্কায় শঙ্কিত সচেতন মহল। জানা যায়, সম্প্রতি উপজেলার ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’ নামের ৩৯ কোটি ৬লাখ ৫৮ টাকার একটি প্রকল্প বরাদ্দ পান উপজেলা চেয়ারম্যান। কিন্ত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ওই প্রকল্পে অনিয়মের অভিযোগ এনে পরিকল্পনামন্ত্রীর কাছে এমপি লিখিত অভিযোগ দিয়েছেন। গত ২১ সালের ২৩ ডিসেম্বর এমপি নিজে স্বাক্ষর করে ওই অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি সরজমিনে তদন্ত করতে মঙ্গলবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) বিশ্বনাথে যাবেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। ওইদিন বিকেল সাড়ে তিনটায় উপযুক্ত প্রমাণাদিসহ সংশ্লিষ্ট সকলকে তদন্তস্থলে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধও করা হয়েছে। এনিয়ে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
এমপি ও উপজেলা চেয়ারম্যান অনুসারিদের ভেতরে ভেতরে উত্তেজনা বিরাজ করছে। তদন্তস্থলে উভয় পক্ষ উপস্থিত থাকলে বড় ধরণের সংঘর্ষেরও আশঙ্কাও করছেন অনেকে। তবে তদন্তকারি কর্মকর্তার নির্দেশ মোতাবেক অভিযোগের প্রমাণাদি সংগ্রহ করতে ব্যস্ত রয়েছেন এমপির পক্ষের লোকজন। অন্যদিকে এমপির বিরুদ্ধেও অভিযোগের প্রমাণ সংগ্রহের কাজ করছেন উপজেলা চেয়ারম্যানের লোকজন। এদিকে গত ২০২০সালের ১০ আগস্ট উপজেলা চেয়ারম্যান সমর্থকরা এমপির গাড়িতে ঢিল মারার ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছিল।
এ ঘটনায় দায়েকৃত মামলা এখনো চলছে। তাই এমপি ও উপজেলা চেয়ারম্যানের পুরোনো এই দ্বদ্ধ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন। এ ব্যাপারে জানতে চাইলে এমপি মোকাব্বির খান বলেন, আমি উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই। উপজেলার অনেক মানুষের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি মন্ত্রীর কাছে ওই অভিযোগটি দিয়েছেন। তাই অভিযোগকারিরা সেটা প্রমাণ করবেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, বিষয়টি তাদের নজরে আছে। তবে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া তা রিসিভ করেন নি।