সিলেটে ছুরিকাঘাতে যুবককে হত্যায় আটক ৪
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:২৩,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলায় দ্বন্দ্বের জেরে তারিক আহমদকে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন উর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘তারিক আহমদ হত্যাকাণ্ডে আজ মামলা হবে।’
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন- রণকেলী নয়াগ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার বনবাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তারিকের মরদেহ দাফন করা হয়।