কমলগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ৬:২৮ অপরাহ্ণ
“শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালাগাঁথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ শাখা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার কমলগঞ্জ মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্ব্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দকে সভাপতি ও সাংবাদিক শাব্বির এলাহীকে সাধারণ সম্পাদক ২৫ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ শাখা সংসদের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া। পরে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদীচী কমলগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীরেন্দ্র চন্দের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাব্বির এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এড. মিজানুর রহমান টিপু, সহ-সভাপতি জহরলাল দত্ত, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, অধ্যাপক কবি শাহাজান মানিক, উপজেলা সিপিবি সভাপতি জিতেন্দ্র কুমার সিংহ, সাধারণ সম্পাদক কমরেড সাইফুর রহমান, বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, সমাজসেবক-শিক্ষানুরাগী হাজী জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী জাতীয় পরিষদ সদস্য সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা সুজন সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল প্রমুখ। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে কবিতা আবৃত্তি এবং উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ শাখা সংসদের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।