এমপি হাবিবের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর অনুদান পেলো নিহত রাহাতের পরিবার
প্রকাশিত হয়েছে : ৮:২০:০২,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের অন্যান্য স্থানের তুলনায় সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি যতেষ্ট ভালো রয়েছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। রাহাত হত্যাকারীরা পার পাবে না। তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
তিনি শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা কলেজে নৃশংসভাবে খুন হওয়া কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাতের পরিবারকে তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায় আনিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরব্বী আহমেদ হোসেন রেজার সভাপতিত্বে ও রাজনীতিবিদ কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, ও এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা (পিপিএম), দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান ওলি, আওয়ামী লীগ নেতা আতিকুল হক আতিক, তেততী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রানা, আলহাজ আতিকুল ইসলাম আতিক, বাউল ফকির আফসান উদ্দিন, খালেদ আহমদ টিপু, ছুরুক আহমদ, নিহত রাহাতের পিতা সুরমান আলী, রাহাতের চাচা শফিক আহমদ প্রমুখ।