কুলাউড়ায় ধর্ষক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ৭:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ রাজু চামটা দাস (২৬) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রæয়ারি) রাতে উপজেলার বরমচাল চা বাগান এলাকা থেকে ধর্ষক রাজুকে গ্রেপ্তার করা হয়। সে বরমচাল চা বাগানের মৃত রাম দরিয়া দাসের ছেলে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রæয়ারি বরমচাল চা বাগানের এক কিশোরীকে মাটি কাটার কাজে পৌঁছে দেয়ার কথা বলে সুকৌশলে ধর্ষক রাজু চামটা দাস ভূকশিমইল ইউনিয়নের ফানাই নদীর পশ্চিম পাড়ে জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কুলাউড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে। কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরমচাল চা বাগান এলাকা থেকে ধর্ষক রাজুকে গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার(১৮ফেব্রæয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।