সিলেটে প্রথম মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান
প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৮,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২২
স্পোর্টস ডেস্ক:
দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডান মানেই রোমাঞ্চকর-স্নায়ুক্ষয়ী ম্যাচের নিশ্চয়তা! সে যে খেলাই হোক। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই ম্যাচের পরতে পরতে থাকে টান টান উত্তেজনা।
বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। এদিন সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় প্রথম দিনের খেলায় মুখোমুখি হবে রহমতগঞ্জ-শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সিলেট ভেন্যুতে মোট ৯টি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে।
বুধবার জেলা ক্রীড়া ভবনে সাংবাদিক সম্মেলনে লিগের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি জানান, বৃহস্পতিবার ছাড়াও আগামী ২৩ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডান, ২ মার্চ রহমতগঞ্জ-উত্তর বারিধারা ক্লাব, ৬ মার্চ আবাহনী-সাইফ স্পোর্টিং, ১২ মার্চ রহমতগঞ্জ-বাংলাদেশ পুলিশ, ১৮ মার্চ রহমতগঞ্জ-স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ৩ এপ্রিল আবাহনী-বসুন্ধরা কিংস, ৭ এপ্রিল আবাহনী-উত্তর বারিধারা আর ৮ এপ্রিল রহমতগঞ্জ-মোহামেডান স্পোটিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া ও সিরাজ উদ্দিন।