ওসমানীর মূল্যায়ন না হলে স্বাধীনতা পূর্ণতা পাবে না
প্রকাশিত হয়েছে : ১:০৩:২৭,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে নানা আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন
সুরমা নিউজ ডেস্ক:
বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গনি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে ওসমানী অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন। এর ফলে ৯ মাসের মধ্যে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। তাই বঙ্গবীর ওসমানীর যথাযথ মূল্যায়ন না হলে স্বাধীনতা পূর্ণতা পাবে না।’
ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার ওসমানী জাদুঘরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা। বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুলের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুল মালিকের পরিচালনায় সভায় প্রধান আলোচনায় অংশ নেন, ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও মহানগর জজ আদালতের পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা কয়েছ চৌধুরী, বিশিষ্ট-লেখক ও গবেষক এম.এ আলী, উসমানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওলিউল্লাহ বদরুল। আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, অ্যাডভোকেট আব্দুল মালিক, জিয়ারত হোসেন খান, আমীন তাহমীদ প্রমুখ।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবীর ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন এবং বাদ যোহর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিনও বিতরণ করা হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ নজির হোসেন, হাজিফ মাহফুজ আহমদ, নারী নেত্রী মুক্তা পারভীন, শফিউর রহমান শফি, হাফিজ মো. আব্দুস সালাম, হোসাইন আহমদ সিরাজ, মো. আব্দুস সোবহান, জাহেদুর রহমান, জমির উদ্দিন, দেলওয়ার হোসেন, হোসাইন আহমদ ছাতকী, কারী আবুল লেইছ, কারী হাবিবুল্লাহ, কারী আলাউদ্দিন, বিলাল আহমদ, আব্দুন নুর, মো. গৌছ মিয়া, নুরুল ইসলাম, মাহদি হাসান সুমন, মুজিবুর রহমান, পাবেল আহমদ, হোসাইন আহমদ, সুলতান মাহমুদ, আনসারী আহমদ, জিসান আহমদ, সাকিব আহমদ, নাইম সিদ্দিকী, আবেদ আহমদ, জাকারিয়া আহমদ, হাফিজ আমীর আলী রহ. এতিমিয়া হাফিজিয়া মাদরাসা ও ৩৬০ আউলিয়া লতিফিয়া এতিমিয়া হাফিজিয়া মাদরাসা শাহপরাণ এবং সোবহানীঘাট কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ : বঙ্গবীর এমএজি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১। বুধবার সকালে হজরত শাহজালাল (র.)-এর মাজার সংলগ্ন কবরস্থানে বঙ্গবীর ওসমানীর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদালের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সংগঠনের বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা কমিটির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, নগর কমিটির সাধারণ সম্পাদক মুমিনুর রহমান টিটু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কুতুব উদ্দিন আহমদ, সেবুল আহমদ প্রমুখ।
সেনাবাহিনীর শ্রদ্ধা নিবেদন : মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে নগরের দরগাহ গোরস্থানে ওসমানীর সমাধিস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক ও এসআইএন্ডটি কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী সমর নায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজত করেন। এছাড়াও সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে।
ভাসানী-ওসমানী স্মৃতি সংসদ : ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে সকালে শাহজালাল দরগাহ প্রাঙ্গণের কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত, বিকেলে সাহেব নগরস্থ সংসদের কার্যালয়ে ওসমানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংসদের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সেলিমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম বকুল। বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, মো. জাহাঙ্গীর আলম, জহির আলী, সুহেল আহমদ, হাবীব আলী মিঠু, রাকিব আলী, ফারুক আহমদ ও সুমন দাস প্রমুখ।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম : সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে ওসমানীর কবর জিয়ারত, তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং বিকেলে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী অ্যাডভোকেট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, শরীফুল হুদা চৌধুরী, ওয়াহিদুর রহমান, মলয় চক্রবর্তী, নেপাল চন্দ্র চন্দ, এম.এ জলিল, সাবেক মেম্বার ঈর্শাদ আলী, শওকত আলী প্রমুখ।
বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ : বঙ্গবীর ওমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় শতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল গেøাবাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর জেনারেল ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য-সচিব ও বঙ্গবীর জেনারেল ওসামনী গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবদিক-লেখক-গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম-সচিব, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহ. শমসের আলী।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, সাংবাদিক-লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বঙ্গবীর মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকে’র যুগ্ম আহবায়ক শেখ মফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা কার্যালয়ের সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা মাহবুুবুজ্জামান চৌধুরী ও বঙ্গবীর জেনারেল ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, লেখক-কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি নামজুল আনসারী, কবি বাসিত ইবনে হাবীব, কবি এহসান আহমদ. কবি আহমেদ বকুল, সমাজসেবী ও সালিশ ব্যক্তিত্ব সৈয়দ আহমদ আলী, যুবসংগঠক আফিকুর রহমান আফিক, কয়েস আহমদ সাগর, আমীন তাহমীদ, মুহাম্মদ আতাউর রহমান, সাংবাদিক এম ইজাজুল হক, চৌধুরী সামিউর রহমান সায়েম, নাজমুস সাকিব, আহমেদ হোসেন রোমিও, মুহাম্মদ ইমরান উদ্দিন, রশিদ আহমদ মো. রুবেল মিয়া প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং আলোচনা সভা শেষে মরহুম ওসমানীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন রায়নগর সোনারপাড়াস্থ জামিআ দার আল-ফালাহর প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ।