বঙ্গবীর ওসমানীর ৩৮ তম মৃত্যু বার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ১১:৪১:১০,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি সমর নায়ক, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী বঙ্গবীর জেনারেল এম.এ জি ওসমানীর ৩৮ তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় জনতা পার্টি, ওসমানী জাদুঘরকতৃপক্ষ, সিলেট, মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার ফোরাম,বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, দরগাহে শাহজালাল মাজার এলাকায় অবস্থিত বঙ্গবীরের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি।আজ সকাল ৯ টায় বঙ্গবীরের মাজারে শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর শাহজালাল মাজার মসজিদে মিলাদ শেষে দেশ জাতির কল্যানে বিশেষ মোনাজাতের কর্মসূচী নিয়েছে স্মৃতি সংসদ সহ আরো কিছু সংগঠন। বিকেলে সিলেট শহরের নুর মঞ্জিলে অবস্থিত ওসমানী জাদুঘরে গণতন্ত্র রক্ষায় বঙ্গবীর ওসমানীর অবদান শীর্ষক আলোচনা সভা,পঙ্গু ব্যক্তি দের মধ্যে হুইল চেয়ার ও সুবিধা বঞ্চিত দের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। এ সব কর্মসূচী সফল করার জন্যে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতিসংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল। এছাড়াও তিনি জেনারেল ওসমানীকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদকে (মরনোত্তর) ভূষিত করা সহ প্রধানমন্ত্রী বরাবরে ৭ দফা দাবী পেশ করেছেন।