বাংলাদেশ-ভারত সীমান্ত: নজরদারি শক্তিশালী করেছে বিএসএফ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ-ভারত সীমান্তে শক্তিশালী নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত অবকাঠামোকে শক্তিশালী করার জন্য বিএসএফ বেশকিছু পদক্ষেপ ও প্রযুক্তিগত হস্তক্ষেপের উদ্যোগ গ্রহণ করেছে।
কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন হিন্দুস্তান টাইমস। তাদের এসব উদ্যোগের অংশ হিসেবে এক সারির বেড়ায় আটটি গ্যাপ গত বছর পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। এসব গ্যাপ দীর্ঘদিন ধরে মুলতবি অবস্থায় ছিল। এ ছাড়া লোহার গেট বসিয়ে তারা বন্ধ করে দিয়েছে মোট ৪৪টি ড্রেন ও কালভার্ট।
ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফ ইন্সপেক্টর জেনারেল সুশান্ত কুমার নাথ বলেছেন, সীমান্তে বেড়া নির্মাণ সম্পন্ন করার জন্য আমরা বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছি। ২৪টি স্থানে স্মার্ট সার্ভিলেন্স সিস্টেম স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এসব স্থান দিয়ে মূলত পাচার হয় এবং অনুপ্রবেশ ঘটে থাকে।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আছে মোট ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে এখনো কিছু অংশে বেড়া নির্মাণ বাকি আছে। অনেক স্থানে সীমান্তের ১৫০ গজের মধ্যে মানুষ বসবাস করছে। এ জন্য যেসব সীমান্তে বেড়া নির্মাণ করা হয়নি, সেখানে এক সারির বেড়া নির্মাণ করা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গত বছর বিএসএফ ২২১ জনকে আটক করেছে। এর মধ্যে ৯৭ জন বাংলাদেশি। ১১৮ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি নাগরিক। তারা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন।
আগের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মোট ১৩১ জনকে আটক করা হয়েছিল। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৩৬।