ইয়াকুবিয়া বোর্ডের ফল প্রকাশ লতিফিয়া একাডেমির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১০:৫২:৩৫,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২২
বিশেষ প্রতিনিধি:
দেশের প্রত্যেক হাফিজিয়া মাদরাসা সমুহ কে সুন্দর ও সুষ্ঠ পরিচালনার জন্য আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত করেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড। ২০০৬ সালে শুরু হওয়া এ বোর্ড দেশের বিভিন্ন জেলার হাফিজিয়া মাদরাসা সমুহ কে পরিচালনা করছে।
দেশের প্রায় অর্ধ হাজার হাফিজিয়া মাদরাসা এ বোর্ডের অধিনে পরিক্ষায় অংশগ্রহণ করে। বোর্ড চারটি শ্রেণির কেন্দ্রীয় পরিক্ষা গ্রহণ করে থাকে। হিফয ইবতেদায়ী (৫ পারা) মাধ্যমিক (১০ পারা) উচ্চ মাধ্যমিক (২০ পারা) তকমীল (৩০ পারা)।
সারা দেশের ন্যায় বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর প্রতি বছরের ন্যায় ২০২১ সনের পরিক্ষায় প্রত্যেক বিভাগে প্রায় ৭৪ জন ছাত্র অংশগ্রহণ করে ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে।
উল্লেখ্য যে, লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর এবারের ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করে ১ম গ্রেডের ১ম বৃত্তি সহ বোর্ডের মধ্যে হিফয তাকমীল বিভাগে প্রথম বিভাগ সহ শতভাগ সাফল্য অর্জন করেছে।
প্রতিষ্ঠান টি হিফযের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর অধিনে ৫ম, ৮ম, ও দাখিল পরিক্ষায় ২০২১ সনে শতভাগ সাফল্য অর্জন করেছে।