ওসমানীনগর উপজেলা নির্বাচন : নাজলু চৌধুরীকে নিয়ে একাট্টা উমরপুর আ’লীগ ও অঙ্গ সংগঠন
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৩৪,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরে উপজেলা নির্বাচনের অনেক আগেই উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামে গঞ্জে আলাপ আলোচনা শুরু হয়েছে। আর সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। এবারের ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য উন্নয়নের জন্য তার নির্বাচনী এলাকা উমরপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা তাকে চেয়ারম্যান পদে দেখতে একাত্বতা প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এ লক্ষ্যে আজ শনিবার (১২ফেব্রুয়ারি) উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়ার বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ ছইল মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মুকিদ মিয়া, উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি আনহার আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা আনহার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য লেবু মিয়া চৌধুরী, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাহেল, সহ-সভাপতি নেছাওর আলী, সহ-সভাপতি জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দীন, শওকত আহমদ সায়মন, আশিক উদ্দীন, শামসুদ্দীন, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জিলু মিয়া মাস্টার, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি খালিক মিয়া, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ছুরুক মিয়া, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মইনুদ্দীন, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নুর হোসেন, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আজিজ মিয়া, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নেওর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল ওয়াহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান (মেম্বার) , দিলিপ বাবু, রুকন আহমদ চৌধুরী, যুবলীগ নেতা মাসুদ আলী, আব্দুল আলীম খোকন, উপজেলা যুবলীগ নেতা আজিজুর রহমান নানু, অজিত সুত্রধর, এনামুল হক বজলু, মনসুর আহমেদ, আক্তার আহমেদ, জাকির আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সুত্রধর, যুবলীগ নেতা মতিউর রহমান, ছালমান আহমেদ, ছাবু মিয়া, ছাত্রলীগ নেতা রাজন রাজ, এনামুল হক প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুকে আসন্ন ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার কান্ডারি হওয়ার অনুরোধ জানালে তিনি সম্মতি প্রকাশ করেন। তখন উমরপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দের প্রয়াসেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আমি নির্বাচন করতে চাই। আওয়ামী পরিবারের প্রতিটা সদস্য পাশে আছে তাই দলীয় মনোনয়নের বিষয়ে শতভাগ আশাবাদী। আশা করি দল আমাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক তুলে দিবে।