মেয়র আরিফের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা এমপি হাবিবের
প্রকাশিত হয়েছে : ১০:১৭:২৬,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
দক্ষিণ সুরমা থেকে দ্রুত ময়লা সরিয়ে ফেলতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে আহবান জানিয়েছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিুর রহমান হাবিব। তিনি বৃহস্পতিবার দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সব ধরণের ডাম্পিং ষ্টেশন শহর থেকে দুরে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা মতে পারাইচকে রাখা যাবে না।
তিনি বলেন, আমি মেয়র আরিফুল হকের কাছে ডিও লেটার পাঠাচ্ছি, তিনি আমাকে নির্দিষ্ট করে বলতে হবে কতো দিনের ভেতর তিনি এখান থেকে ডাম্পিং ষ্টেশন সরিয়ে ফেলবেন।
দক্ষিণ সুরমার পারাইচক থেকে ডাম্পিং ষ্টেশন সরিয়ে নেয়া না হলে দক্ষিণ সুরমাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিুর রহমান হাবিব।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে অপরিকল্পিত ভাবে নগরীর বর্জ্য ফেলে দক্ষিণ সুরমার পারাইচকসহ আশপাশের এলাকার পরিবেশ দুষণ করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। দীর্ঘদিন থেকে এই এলাকায় নগরীর বর্জ্য না ফেলতে দক্ষিণ সুরমার সচেতন নাগরিক সমাজ আন্দোলন আন্দোলন-সংগ্রাম করে আসলেও এই বিষয়ে দৃশ্যমান কোন প্রদক্ষেপ গ্রহণ লক্ষ করা যাচ্ছে না। এতে করে দিনে দিনে এই এলাকার পরিবেশ দুষনের মাত্রা বেড়েই চলছে।
এবিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার কল দেয়া হয়েও তিনি কল রিসিভ করেন নি।