মৌলভীবাজার আইইবি’র মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:২২,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২২
জেলা প্রশাসনের মাধ্যমে এডিবিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) সকাল ১১ টার দিকে জেলা শহরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মৌলভীবাজার উপ কেন্দ্র সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান,সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: আলমগীর হোসেন,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন,পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান,পৌরসভার সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
জেলা প্রশাসনের মাধ্যমে এডিবিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।