শ্রীমঙ্গলের চা-গবেষণা কেন্দ্র পরিদর্শন করলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ৮:৩০ অপরাহ্ণ
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিদর্শন করেছেন। এসময় বিটিআরআই এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা- কর্মচারিরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সেই সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বিটিআরআই’র সকল বিজ্ঞানী, কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।
মন্ত্রী শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলের চা-গবেষণা কেন্দ্রের সকল বিভাগ ঘুরে দেখেন এবং বিজ্ঞানী, কর্মকর্তা-কার্মচারিদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি চা-বাগানের সাথে জড়িত চা-শ্রমিকদের সাথেও কথা বলেন। এরপর তিনি দুঃস্থ চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন। পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি চা গবেষণা কেন্দ্রের ফুলের চারা ও কদম গাছের চারা রোপন করেছেন।