মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ৮:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য সাইফুল ইসলাম (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন।
শুক্রবার (৪ ফেব্রæয়ারি) বিকেলে সদর উপজেলার আকবরপুর এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে সাইফুল নিজ বাড়িতে কাপড়ে ইস্ত্রী দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।