সুনামগঞ্জে ছোট ভাইয়ের কুলখানিতে শতবর্ষী বড় ভাইয়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ছোট ভাইয়ের মুত্যু শোক সইতে না সইতে না পেরে মারা গেলেন বড় ভাই। এ যেন মৃত্যুর মিছিল। সুনামগঞ্জের ছাতকে ছোট ভাইয়ের কুলখানির দিন মারা গেলেন বড় ভাই। শুক্রবার বিকেলে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউপির রাধানগর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১০ জানুয়ারি ছাতক প্রেস ক্লাবের সাবেক সদস্য, আরব আমিরাত প্রবাসী সাংবাদিক নজির আহমদের বাবা খোরশিদ আলী মারা যান। তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউপির রাধানগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ওয়াজিদ আলীর ছেলে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদজুমা কুলখানি অনুষ্ঠিত হয়। গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া শেষে বিতরণ করা হয় শিরনি। কুলখানিতে গ্রাম ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ছোট ভাইয়ের কুলখানিতে বড় ভাই শতবর্ষী মুরব্বি বশির উদ্দিনের (১০৪) মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকে কাতর গোটা পরিবার। শুক্রবার রাত ৮টায় জানাজা শেষে তার লাশ দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।