ফেব্রুয়ারিতে জেলা সম্মেলন শেষ করতে চায় সিলেট বিএনপি
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:২৬,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২২
সিলেট জেলা বিএনপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। প্রায় আড়াই বছর ধরে আহ্বায়ক কমিটিই দায়িত্বে। এই অবস্থায় আর সময় নিতে চান না সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। পূর্ণাঙ্গ কমিটি করতে তারা সময়ও বেঁধে দিয়েছেন। ফেব্রুয়ারির মধ্যেই জেলা সম্মেলন শেষ করতে চান। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। একাধিক প্রার্থী মাঠে সক্রিয়। বুধবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বর্ধিত সভা করেছে।
এই সভায় ঘোষণা দেয়া হয়েছে ২২শে ফেব্রুয়ারির মধ্যে তারা ১৮ ইউনিটের সম্মেলন শেষ করবেন। এরই মধ্যে বেশির ভাগ সম্মেলন ও কাউন্সিলর শেষ হয়েছে। সিলেট জেলা বিএনপির সম্মেলনের পর হবে কাউন্সিল। আর এই কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে।
২০১৬ সালে একই ভাবে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন হয়েছিল। ভোটের মাধ্যমেই নেতৃত্ব বাছাই করা হয়েছিল। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জানিয়েছেন, ‘আমরা ভোটের মাধ্যমেই নেতৃত্ব চাই। এ কারণে ইউনিয়ন, পৌর, উপজেলা সব ইউনিটই ভোটের মাধ্যমে সাজানো হচ্ছে। এজন্য একটু সময় বেশি লেগেছে। কিন্তু তাতে লাভ হয়েছে বেশি। কারণ তৃণমূল থেকেই দলকে সাজিয়ে গড়ে তোলা হয়েছে। যে কাজ হয়েছে তাতে আগামী কয়েক বছর তৃণমূলের নেতারা ঐক্যবদ্ধ থাকবেন।’
তিনি জানান, ‘জেলা বিএনপির সম্মেলনে আর সময় নিতে চাই না। দ্রুতই সম্মেলন শেষ করতে চাই। এ কারণে বর্ধিত সভায় টাইমফ্রেম দেয়া হয়েছে। আশা করছি; চলতি মাসের মধ্যে জেলা বিএনপির নতুন নেতৃত্ব খুঁজে পাবে। আর সেটি হবে তৃণমূলের ভোটের মাধ্যমে।’
এদিকে বর্ধিত সভায় জানানো হয়েছে; ত্যাগী ও সক্রিয় নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে সকল স্তরে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট জেলার আওতাধীন যেসব উপজেলা এলাকার ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড কাউন্সিল বাকি রয়েছে; ১০ই ফেব্রুয়ারির মধ্যে সেসব ওয়ার্ড ও ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন করতে হবে। এ ছাড়া ২২শে ফেব্রুয়ারির মধ্যে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার কাউন্সিল সম্পন্ন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ প্রমুখ।
সভায় জেলার আওতাধীন সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা শাখার কাউন্সিলের ব্যাপারে আলাপ আলোচনা করা হয়। যেসব শাখায় ইতিমধ্যে কাউন্সিল সম্পন্ন হয়েছে সেসব শাখা নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করা হয়। যেসব শাখায় কাউন্সিল বাকি আছে তাদেরকে জেলা বিএনপি ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে কাউন্সিল শেষ করার নির্দেশনা প্রদান করা হয়। এদিকে সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সভাপতি পদে সাবেক সভাপতি আবুল কাহের শামীম, প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ূম চৌধুরী প্রার্থী হচ্ছেন বলে দলের নেতারা জানিয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের নাম রয়েছে আলোচনায়।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ২০১৯ সালের ৩রা অক্টোবর। ওই আহ্বায়ক কমিটিকে স্বল্পতম সময়ের মধ্যে কাউন্সিল করার তাগিদ দেয়া হলেও করোনার কারণে সেটি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আহ্বায়ক কমিটির সিনিয়র নেতারা।