দুই খানের দ্বন্দ্বে মহাসংকটে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল
প্রকাশিত হয়েছে : ১০:৩২:১৯,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২২
একজন আব্দুল আহাদ খান জামাল, অপরজন দেওয়ান জাকির হোসেন খান। একজন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, অপরজন সদস্য সচিব। এই দুই খানের দ্বন্দ্বে মহাসংকটে পড়েছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। ঝাড়ু মিছিল থেকে শুরু করে একে একে কয়েকজন পদত্যাগও করেছেন। সামনে আরও খারাপ অবস্থার আশঙ্কাও প্রকাশ করছেন নিবেদিত প্রাণ অনেক নেতাকর্মী।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের পর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। জাতীয়তাবাদী ঘরানার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংগঠনের সিলেট জেলা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ অনেক নেতা পদত্যাগ করেছেন। সংখ্যাটা হাজার ছাড়িয়েছে সেই শুরুর দিকে। এরপরও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
তবে এখন শুরু হয়েছে আহ্বায়ক ও আর সদস্য সচিবের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণ দৃশ্যমান না হলেও আহ্বায়ক খান জামাল ও দেওয়ান জাকিরের সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আসলে দলীয় প্রভাব বা নিজের বলয় বিস্তারকে কেন্দ্র করে এই সমস্যার উদ্ভব। দু’জনের মধ্যে অন্যকোন সমস্যার অস্তিত্ব জানা না গেলেও, মোটামুটি সিলেটের উপজেলা ও পৌরকমিটিগুলো গঠন নিয়েই বর্তমান সমস্যা জোরালো হয়েছে। আর এই সমস্যা সৃষ্টি করেছেন আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এক্ষেত্রে সূত্রটি, দেওয়ান জাকিরকে ঘুমন্ত রেখে কমিটি হয়েছে এবং তা অনুমোদন হয়েছে বলেও সূত্রগুলোর দাবি।
সম্প্রতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ৯টি উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব দেওয়ান জাকিরের অভিযোগ, তার সাথে কথা না বলেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এমন অভিযোগ জানিয়ে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন। এই চিঠিতে তিনি এই কমিটিগুলো অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন। অন্যতায় তিনি কোন দায়িত্ব নিবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
তবে আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বিষয়টি অস্বীকার করেছেন। বলেছেন, এ ব্যাপারে দুটি সভায় জাকির উপস্থিত ছিলেন না। তাই তার মতামত নেয়ার সুযোগও ছিলনা।
এদিকে সমালোচনা চলছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে। সদস্যসচিব অসুস্থ, তাই তিনি সভায় আসতে পারেন নি, তার মতামত নেয়া যায়নি- এসব কথা বিশ্বাস করে তারা জাকিরের সাথে যোগাযোগ না করেই যে কমিটি অনুমোদন দিয়ে দিলেন- এতেও
কিংকর্তব্যবিমুঢ় দলটির ত্যাগী নেতৃবৃন্দ। তাদের মতে, জাকিরের সাথে যোগাযোগ না করে কমিটি অনুমোদন দেয়া নিয়ম বহির্ভূত কাজ। আর এ ক্ষেত্রে মোটা অংকের টাকার লেনদেন হয়েছে বলেই মনে করছেন তারা। টাকার কারণে ত্যাগী নেতাদের বাদ দিয়ে ৯টি উপজেলা ও পৌর কমিটি অনুমোদনের কারণে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আগামীতে ধ্বংস হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে সিলেট জেলা বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল বিষয়টি নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এতে দলের বড় ধরণের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে আশার কথা, তারা বিষয়টি নিয়ে আবারও কাজ করতে শুরু করেছেন। অনুমোদিত এই কমিটি বাতিল হওয়ার ইঙ্গিতও পেয়েছেন তারা।
উল্লেখ্য, দেওয়ান জাকিরের মতামত ছাড়াই অনুমোদিত ৯টি উপজেলা ও জেলা কমিটির বঞ্চিত নেতাকর্মীদের মনে এখন তুষের আগুন জ্বলছে। ইতিমধ্যে তারা আহ্বায়কের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছেন। অনেকে পদত্যাগ করেছেন। কেন্দ্র দ্রুত কোন ইতিবাচক পদক্ষেপ না নিলে আরও বড় ধরণের বিপর্যয়ের ইঙ্গিতও দিয়েছেন তারা।
সিলেট প্রতিদিন