ভাঙা কালভার্টে দুর্ভোগ চরমে
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ৭:২৩ অপরাহ্ণ
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় রত্না নদীর উপর নির্মিত কালভার্ট ভেঙে ফেলা হয়েছে। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক-যাত্রীদের। বৃহস্পতিবার বিকালে কালভার্টটি ভেঙে ৫ ইউপির সড়ক যোগাযোগ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে শত শত গাড়ি আটকে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
জানা যায়, কালভার্ডটি ভেঙে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। প্রায় দুই সপ্তাহ আগে থেকে ভাঙার কাজ শুরু হয়।বৃহস্পতিবার বিকাল থেকে কালভার্টটি ভেঙে ৫ ইউপির সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকবর আলী। শুত্রুবার সকাল থেকে কালভার্টটির দু-পাশে শত শত গাড়ি আটকে পড়ে। ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক-যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, যান চলাচলের বিকল্প কোনো রাস্তা নির্মাণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান কালভার্ট ভেঙে দেওয়ায় ভাতগাঁও, দোলারবাজার ও ছৈলা আফজলালবাদ, দক্ষিণ খুরমা ও গোবিন্দগঞ্জ সৈদেরগাওসহ ৫টি ইউপির দুই লক্ষাধিক মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
ছাতক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল মনসুর মিয়া জানান, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে আরসিসিসহ ১০ কিলোমিটার সড়কের কাজ পায় মেসার্স আকবর আলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। জালালপুরের কালভার্ট ভাঙার আগে বিকল্প রাস্তা তৈরি করার কথা রয়েছে। যাতে মোটরসাইকেল ও রিকশাসহ ছোট যানবাহন পারাপার হতে পারে। দুই মাসের মধ্যে এ কালভার্টটির নির্মাণ কাজ শেষ করার কথাও রয়েছে।