পাগলীর কোলজুড়ে ফুটফুটে ছেলে, বাবা হয়নি কেউ
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৪ অপরাহ্ণ
বরগুনার পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বরিশালে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফুটফুটে এই সন্তানের জন্ম হলেও, সন্তানের পিতৃ পরিচয় মেলেনি।
হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, মা-ছেলেকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, সুস্থ আছেন দুজনেই।
ফুটফুটে নবজাতকটি পৃথিবীর আলোর মুখ দেখেছে মঙ্গলবার মধ্যরাতে। কিন্তু তার পাশে স্বজন বলতে কেউ নেই।
পাথরঘাটার উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, মানসিক প্রতিবন্ধী উজলা রানী পান্ডেকে মঙ্গলবার প্রচন্ড প্রসব বেদনায় কাতরাতে দেখে তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে আসেন।
ফুটফুটে নবজাতকের মুখ দেখে হাসপাতালের অন্যরা খুশি, তবে একজন মানসিক প্রতিবন্ধীকে গর্ভবতী করায় ধিক্কার জানিয়েছেন।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, মা ও ছেলে দুজনই ভালো আছে। আবাসনের জন্য তাদের সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো হবে।
এদিকে হাসপাতালে প্রায়ই শিশু চুরির ঘটনা ঘটে। তাই নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আপাতত রেড ক্রিসেন্টের সদস্যরাই দেখভাল করছেন নবজাতককে।