মাঠেই নামাজ পড়লেন রিয়াদ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২২, ১১:২২ অপরাহ্ণ
প্রথম জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিংয়ে নামার কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দেয়া হয়। কিন্তু ইনিংস শুরু হওয়ায় মাগরিবের নামাজ আদায়ের সুযোগ পাচ্ছিলেন না মিনিস্টা গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অবশেষে আড়াই মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইমআউটে মাঠেই নামাজ আদায় করেন ঢাকার অধিনায়ক।
শনিবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা মাঠে গড়ায়। দুই দলের বাকি খেলোয়াড়রা স্ট্র্যাটেজিক টাইমআউটে যখন পানি পানে ব্যস্ততার পাশাপাশি ম্যাচের বাকি অংশের পরিকল্পনা সাজাচ্ছেন তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে মাগরিবের ফরজ তিন রাকআত নামাজ আদায় করেন মাহমুদউল্লাহ।
প্রথাগত টাইম আউটের নির্ধারিত আড়াই মিনিট শেষ হয়ে গেলেও মাহমুদউল্লাহর নামাজ তখনও শেষ হয়নি। তাই মাহমুদউল্লাহর নামাজ শেষের জন্য অপেক্ষা করেন আম্পায়াররা। তার নামাজ শেষ হলে পুনরায় খেলা মাঠে গড়ায়।