শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে অর্থ বরাদ্দ দিচ্ছে কারা?
প্রকাশিত হয়েছে : ১১:১০:১২,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
গত এক সপ্তাহ থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষের দুর্ব্যবহার ও হলের অব্যবস্থাপনা নিয়ে মধ্যরাতে আন্দোলনে নামেন ছাত্রীরা। এ ঘটনায় নবম দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
তবে এদের খাবার ও চিকিৎসা নিয়ে তহবিলে জমা হচ্ছে বিশাল অংকের অর্থ। শনিবার দুপুরে এপ্রতিবেদন লেখা পর্যন্ত তথ্যানুযায়ী জানা যায়, বর্তমান শিক্ষার্থী সহ দেশ বিদেশে কর্মরত সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের তহবিলে আসা অর্থের পরিমাণ দাড়িয়েছে ৫লক্ষ ৬২ হাজার ১৯৬টাকা।যা দান করেছেন ৩১২জন দাতা। তারমধ্যে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে ৩লক্ষ ৯৫হাজার টাকা।
গতকাল শুক্রবার রাতে আয়োজিত খাবারের মধ্যে ১১০ কেজি চাল ও ৪০টি মোরগ রান্না করা হয়েছিল। এর আগে অনশনে যাওয়া ২৪ শিক্ষার্থীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৫ জন। এই ১৫ জনের চিকিৎসা খরচ ও বহন করা হচ্ছে আন্দোলনে সাহায্য আসা তহবিল থেকেই।