অসুস্থ শিক্ষার্থীদের পাশে নাদেল-আনোয়ারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ১০:৫২:১৮,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসুস্থ অনশনরত শিক্ষার্থীদের দেখতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ শনিবার বিকেলে তারা ওসমানী হাসপাতালে যান এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে খোজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, ওসমানী হাসপাতাল ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানসহ নেতৃবৃন্দ।
এর আগে একাধীকবার ক্যাম্পাসে আসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
গতকাল বিকালে শাবিতে যান মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানসহ কয়েকজন নেতা। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে আলচনায় বসতে চাইলেও শিক্ষার্থীরা তাদের নিজেদের দাবীতে অনড় থাকেন।