হিন্দু যুব মহাজোট সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটির অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১১:০৬:০০,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ:
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠন এর কেন্দ্রীয় কমিটি।
রূপক দেব কে আহ্বায়ক ও সত্যজিৎ চক্রবর্তী সজিব কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটিকে ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। কমিটির যুগ্ন আহবায়করা হলেন আশীষ সুত্রধর,মনিলাল সিংহ রাধে,দ্বিজেন্দ্র ধর,পার্থ দেব গল্প,বিপ্লব কান্তি তালুকদার ও শ্রীবাস সেনগুপ্ত শিবু। কমিটির যুগ্ন সদস্য সচিবরা হলেন সানি দেবনাথ, সুমন বৈদ্য,হিতাংশু দাস ইমন,লিটন তালুকদার ও রিপন দেবনাথ।
কমিটির সদস্যরা হলেন সুরঞ্জন দাস,রুপন ঘোষ,প্রবীর দাস,সন্ধীপ চক্রবর্তী, টিটু পাল,হিরক দাস তুষার, লিটন নাথ,সুনীল তালুকদার, তপু রায়,বিপ্লব দাস,পলাশ তালুকদার, শিপন বৈদ্য।